Atom-পরমাণু

পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম অংশ, যার কোনো স্বাধীন অস্তিত্ব নেই এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে।
পরমাণুর আকার অতি নগন্য সাধারনত এর দৈর্ঘ্য ১০০ পিকোমিটার।
পদার্থ অবিভাজ্য কণা দিয়ে গঠিত ডেমোক্রিটাস খ্রিষ্টপুর্ব ৪০০ অব্দে এর নাম দেন এটম বা পরমাণু।যার আক্ষরিক অর্থ অবিভাজ্য। তিনি মনে করতেন পরমাণু হচ্ছে সুষম, এদের ধ্বংস করা যায় না।

পরমাণুর গঠন

 

ডেমোক্রিটাস মনে করতেন পরমাণু অবিভাজ্য এবং ডাল্টন তার পরমাণুবাদেও বলেন যে পরমাণু অবিভাজ্য। কিন্তু আমরা জানি যে পরমাণু তিনটি মৌলিক কণা দ্বারা গঠিত। এর হচ্ছে ইলেক্ট্রন, প্রোটন, নিউট্রন। এরা বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে বিভিন্ন পরমাণু গঠন করে। যার উপর ভিত্তি করে পর্বর্তীতে  বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরমাণুর মডেল উপস্থাপন করেন। তার মধ্যে রাদার্ফোড ও বোর এর মডেল অনেক কার্যকরী। তারা উভয়েই পরমাণূ কে দুটি অংশে ভাগ করেন।
i) নিউক্লিয়াস
ii)নিউক্লিয়াসের বাইরের অংশ
নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন আর এর বাইরে নির্দিষ্ট অরবিটে থাকে ইলেক্ট্রন।

ইলেকট্রন: ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে এটি ঋণাত্বক আধানযুক্ত কণা। ১৮৯৭ সালে জে.জে. থমসন ইলেকট্রন আবিস্কার করেন। ইলেকট্রনকে e দ্বারা প্রকাশ করা হয়। এর ভর সংখ্যা ৯.১০৭× ১০–৩১ কেজি এবং চার্জ ১.৬০২× ১০-১৯ C.

প্রোটন: প্রোটন নিউক্লিয়াসে থাকে এটি ধ্বনাত্বক আধানযুক্ত কণা। ১৮৩৬ সালে ই.গোল্ডস্টেইন প্রোটন  আবিস্কার করেন। প্রোটনকে p দ্বারা প্রকাশ করা হয়। এর ভর সংখ্যা ১.৬৭২× ১০–২৭ কেজি এবং চার্জ ১.৬০২× ১০-১৯ C.

 নিউটন: এর কোনো চার্জ নাই। নিউক্লিয়াসে এর অবস্থান।   

No comments:

Post a Comment