ভাষা আন্দোলন

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।একই সাথে বাংলাদেশে পালিত হয় শহীদ দিবস ভাষা আন্দোলনের শহীদের স্মরণে।
ভাষা আন্দোলন ছিলা ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্টি একটি আন্দোলন।
১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র গঠন হয়। যার মধ্যে পাকিস্তানের ছিল দুটি আলাদা অংশ। যাদের মাঝে দুরত্বের ব্যবধান ছিল ২ হাজার কিলোমিটারেরও বেশি। শুধু দুরত্বের নয় এদের মাঝে ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং আরো অনেকগুলো মৌলিক পার্থক্য ছিলা।
২১ মার্চ ১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' ২৪ মার্চ কার্জনহলে(বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পুনরায় একই কথা বলেন। এর প্রেক্ষিতে পূর্বপাকিস্তানের মানুষেরা প্রতিবাদ করে কেননা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা ছিল বাংলা(৫৬%)। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ২৭ জানুয়ারি ১৯৫২ সালে আবার ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এর বিরুদ্ধে আন্দোলন প্রখর শুরু হয়। ৩১ জানুয়ারি ১৯৫২ সালে  'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। ২০ ফেব্রুয়ারি ১৯৫২ সালে নূরুল আমীন ১৪৪ ধারা জারি করেন। ২১শে ফেব্রুয়ারি আন্দোলন চূড়ান্ত রুপ লাভ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে। মিছিল ঢাকা মেডিকেল কলেজ এর কাছাকাছি এলে পুলিশ গুলি ছোড়ে এবং সেখানেই শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার নাম না জানা আরো অনেকেই। পুরো পূর্ব পাকিস্তানে বিক্ষোভ ছড়িয়ে পরে ২২শে ফেব্রুয়ারি শহীদ হন শফিউর রহমান। ২৩ ফেব্রুয়ারি শহীদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হোটেল প্রাঙ্গনে প্রথম শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা। আন্দোলনের চাপে ৯ মে ১৯৫৪ সালে বাংলাকে পাকিস্তান গণপরিষদ অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়।পরে ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়।
ভাষা শহীদের স্মরণে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয়। ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিলে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় জাপানের টোকিওতে উদ্বোধন করা হয় ১৬ এপ্রিল ২০০৬। দ্বিতীয় কানাডা তৃতীয় ওমান এবং ২০১০ সালে ইতালির রোমে নির্মিত করা হয়।

No comments:

Post a Comment