ইংরেজি উচ্চারণ।

কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ নিয়মঃ-

★ K এর পর n হলে K এর উচ্চারণ হয় না।
যেমনঃ Know নো, Knife নাইফ, Knee নী।

★ G এর পর Vowel থাকলে G এর উচ্চারণ "গ" হয়।
যেমনঃ Garden গার্ডেন, Good গুড, Guid গাইড।

★ কোনো শব্দের মাঝে T এর পরে U হলে এর উচ্চারণ "চ" হবে।
যেমনঃ Future ফিউচার, Century সেঞ্চুরি। 

★কোনো শব্দে D এর পর g হলে D এর উচ্চারণ হয় না।
যেমনঃ Knowledge নলেজ, Judge জাজ। 

★W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না।
যেমনঃ Write রাইট, Who হু। 

★T এর io হলে T এর উচ্চারণ "শ" হয়।
যেমনঃ National ন্যাশনাল। 

★i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না। যদি হয় তাহলে "ফ" হয় সেক্ষেত্রে সাধারণত u এর পর হয়ে থাকে।
যেমনঃ Right রাইট, Enough এনাফ। 

★ng একত্রে থাকলে "ং" উচ্চারিত হয়।
যেমনঃ Bangladesh বাংলাদেশ। 

★শব্দের শেষে e থাকলে e উচ্চারণ হয় না।
যেমনঃ Name নেইম, Take টেক। 

★কোনো শব্দে gm বা gn থাকলে G এর উচ্চারণ silent থাকে।
যেমনঃ Sign সাইন, Design ডিজাইন। 

★C এর পরে যদি I, E, Y হয় তাহলে C এর উচ্চারণ "স" হয়।
যেমনঃ Center সেন্টার,  Ceiling সিলিং।      

কখন "দি" আর কখন "দ্যা"
শব্দ constant দ্বারা শুরু হলে উচ্চারণ "দ্যা" হয়।
শব্দ Vowel দ্বারা শুরু হলে উচ্চারণ "দি" হয়।

No comments:

Post a Comment