ইট-Brick

ইটঃ ইট কাদার তৈরি আয়তাকার কঠিন বস্ততু যা উচ্চতাপমাত্রায় পোড়ানোর পর কৃত্রিম পাথর এর ন্যায় শক্ত হয় এবং নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়।

ইটের উপাদানঃ
ক) সিলিকা- ৫৫%
খ) এলুমিনা- ৩০%
গ) আয়রন অক্সাইড- ৮%
ঘ) ম্যাগনেশিয়া- ৫%
ঙ) লাইম- ১%
চ) জৈব পদার্থ- ১%
(সিয়ে আমায় লইয়া যাইবেঃ সি= সিলিকয়া, য়ে=এলুমিনা, আ=আয়রন অক্সাইড, মায়= ম্যাগনেশিয়া, লইয়া=লাইম, যাইবে=জৈব পদার্থ।)

সিলিকা ইটের, ফাটল বক্রতা সংকোচন রোধ করে। সিলিকা ইটের শক্তি বৃদ্ধি করে এবং উচ্চতাপ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে।অতিরিক্ত সিলিকা ইটকে দুর্বল ও ভঙ্গুর করে।

PWD বাংলাদেশ অনুযায়ী আদর্শ ইটের আকারঃ
মসলাবিহীন 242 mm × 114 mm × 70 mm বা ৯.৫" × ৪.৫" × ২.৭৫"
মসল্লাসহ 254 mm × 127 mm ×76 mm বা ১০" × ৫" × ৩"
ওজনঃ ৩.১২৫কেজি।

ইটের গুণাগুণ নির্ণয়ে মাঠে ইট পরীক্ষা (Field Test of Bricks):
নিচে মাঠে ইট যাচাইকরণ বা নিরীক্ষার জন্য কয়েকটি পদ্বতি উল্লেখ করা হল।
১। একটি ইট নিতে হবে। এর পৃষ্ঠে নখের সাহায্যে আঁচড় কাটার চেষ্টা করতে হবে। যদি আঁচড় কাটা যায় তবে ইটটি ভাল নয়। যদি আঁচড় না কাটা যায় তবে ইটটি দৃঢ়াবদ্ধ গঠনের ভাল ইট।
২। একটি ইটকে অন্য একটি ইট বা হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে। যদি পরিষ্কার বাজনা বা ধাতব আঘাতের শব্দ হয় তবে ভাল ইট।
৩। দুটি ইট নিতে হবে। এদেরকে T এর মত স্থাপন করে ১.৫ মি থেকে ১.৭ মি উপর হতে স্বাভাবিক মাটির উপরে স্বাভাবিক অবস্থায় ছেড়ে হবে। যদি ভেঙ্গে যায় তবে ভাল ইট নয়, যদি না ভাঙ্গে তবে ভাল ইট।
৪। একটি ইট ভেঙ্গে টুকরা টুকরা করতে হবে। যদি এগুলোতে ছিদ্রের পরিমাণ অধিক পরিলক্ষিত হয়, তবে ইট ভাল নয়।
৫। ইটের টুকরাগুলো দেখতে হবে। যদি এগুলোতে ভিন্ন ভিন্ন রং দেখা যায় তবে ইট ভাল নয়। কিন্তু যদি একই গাঢ় লাল রং বা তাম্র রং দেখা যায়, তবে ভাল ইট।

প্রথম শ্রেণীর ইট এর গুনাবলিঃ
১) ইহা ঝাঝরাবিহীন ফাটল মুক্ত, সুষ্ম গঠন বিশিষ্ট টেকসই ও মজবুত হবে।
২) চাপ সহ্য ক্ষমতা 10MPa
৩) ইহার রঙ গাঢ় তাম্র ও রঙের সাম্যতা থাকবেপানি শোষণ ক্ষমতা ১৫%-২০%
৪) ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাকলে তার ওজনের ১/৬ অংশ এর বেশি পানি শোষন করবে না
৫) লবণের পরিমান ২.৫% এর বেশি হবে না।

ইট তৈরির ধাপঃ উত্তম মানের ইট তৈরির জন্য নিম্নোক্ত পর্যায়ক্রমিক ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হয়।
 ইট তৈরির ধাপগুলো হল –
১. ইটের কাদা নির্বাচন (Selection of brick clay)
২. কাদা প্রস্তুতকরণ (Preparation of brick clay)
৩. ইটা কাটা বা তৈরিকরণ (Brick Maudling)
৪. ইট শুকানো (Brick drying)
৫. ইট পোড়ানো (Brick burning)

ওয়েদারিংঃ ইটের কাদার জন্য নির্বাচিত মাটি বর্ষার পূর্বে কেটে স্তুপীকৃত করে রাখা হয়। এতে মাটির উপাদানসমূহ আবহক্রিয়ার প্রভাবে উত্তমরুপে মিশ্রিত হয় এবং মাটির গুণগতমান বৃদ্ধি পায়। এ প্রক্রিয়া ‘ওয়েদারিং’ নামে  পরিচিত।

ব্লেন্ডিংঃ ইটের কাদার মান উন্নয়নে  বর্ষার পর পক্ষকালের মধ্যে প্রয়োজনে বালি, চুন, অ্যালুমিনা ইত্যাদি মিশ্রিত করে নেয়া হয়ে থাকে। এ প্রক্রিয়া ‘ব্লেন্ডিং’ করণ নামে
পরিচিত।

টেম্পারিংঃ বর্ষার পূর্বে ইটের কাদার জন্য স্তূপীকৃত মাটি বর্ষা শেষে ইট তৈরির জন্য কোদালের সাহায্যে কেটে প্রয়োজন অনুপাতে পানি মিশিয়ে উত্তমরুপে মন্থন করা হয়। এ প্রক্রিয়াকে ‘টেম্পারিং’ বলা হয়। এর মাধ্যমে কাদাকে সমসত্ত্ব ও নমনীয় করে ইট তৈরি করা হয়।

No comments:

Post a Comment