সিমেন্ট এর খনিজ উপাদানঃ
১) ট্রাই ক্যালসিয়াম সিলিকেট- ৫০%২) ডাই ক্যালসিয়াম সিলিকেট- ২৫%৩) ট্রাই ক্যালসিয়াম এলুমিনেট- ১০%৪) ট্রেটা ক্যালসিয়াম এলুমিনেট- ১০%৫) ক্যালসিয়াম সালফেট- ৩%৬) অন্যান্য যৌগ- ২%
সিমেন্ট এর রাসায়নিক উপাদানঃ
১) ক্যালসিয়াম অক্সাইড- ৬৩%২) সিলিকা- ২২%৩) এলুমিনা- ৭%৪) আয়রন অক্সাইড- ৩%৫) ম্যাগনেশিয়াম অক্সাইড- ২%৬) সালফার ট্রাই অক্সাইড- ২%৭) ক্ষারীয় পদার্থ- ১%
পরীক্ষাগারে সিমেন্ট এর যা পরীক্ষা করা হয়ঃ
১) সূক্ষ্মতা পরীক্ষা২) জমাটবদ্ধতার সময় পরীক্ষা৩) খুঁঁতহীনতা পরীক্ষা৪) চাপ ও টান শক্তি পরীক্ষা৫) রাসায়নিক গঠন পরীক্ষা
সিমেন্ট দুই পদ্ধতিতে তৈরি করা হয়। ১) ভিজা পদ্ধতি ২) শুষ্ক পদ্ধতি।
র মিক্সঃ শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট তৈরির জন্য উপাদানসমূহের মিশ্রণকে র-মিক্স বলা হয়।
সিমেন্টে জিপসামের পরিমাণ যত কম হবে এটি তত দ্রুত জমাটবদ্ধ হবে।সিমেন্টের জমাটবদ্ধতার গতি মন্থর করার জন্য জিপসাম ব্যবহার করা হয়।
১ ব্যাগ সিমেন্টের কাজে প্রায় ৯ গ্যালন পানি লাগে। আর সর্বোচ্চ মজবুতির জন্য প্রতি ব্যাগ সিমেন্টে ৪.৫ পানির প্রয়োজন হয়।
OPC এবং PCC: OPC এর পূর্ণ রুপ Ordinary Portland Cement. OPC তে clinker এর পরিমাণ থাকে ৯৫%-১০০%। পানিযোজিত এলাকায় কাঠামো নির্মাণে ব্যবহার করা হয়। OPC এর শক্তি PCC(Portland Composite Cement) এর চেয়ে ১০০psi বেশি। PCC এর পূর্ণ রুপ Portland Composite Cement. PCC তে clinker এর পরিমান ৬৫%-৭৯%।
সিমেন্ট এর মাঠ পর্যায়ে পরীক্ষা :
১.এক মুঠ সিমেন্ট দিয়ে পিন্ড বানানো যায় তবে সিমেন্ট ভাল।
২. সিমেন্ট ব্যাগ দুই আঙ্গুল টুকাইলে যদি ঠান্ডা অনুভব হয় তাহলে সিমেন্ট ভাল ।
৩. এক গ্লাস পানিতে এক মুঠো সিমেন্ট ছেড়ে দেই যদি ডুবে যায় তাহলে সিমেন্ট ভাল।
৪. এক মুষ্টি সিমেন্ট পানির মধ্য ধরি, যদি কিছুক্ষন মধ্য গরম হয় তবে সিমেন্ট ভাল।
No comments:
Post a Comment